স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-1431
শুভ নববর্ষের কবিতা       (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নব আনন্দে জাগো আজি,
বৈশাখের প্রথম পুণ্য প্রভাতে ।
সব জ্বালা যন্ত্রণা যাক মুছে,
আসুক এক নতুন ভোর ।
এসো হে বৈশাখ ! এসো হে নতুন !
এসো নবসাজে।


<>>> শুভ নববর্ষ>><>


নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক সবাকার জীবন পাখিদের আনন্দ কলতানে । আসুক এবার নতুন সকাল, কিছু কথা কিছু গান। কিছু সুন্দর স্বপ্ন, একমুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি। আসুক স্বপ্নময় সৃষ্টি। শুরু হোক নতুন বছরে নতুন উদ্দীপনার আলোকে রঙিন হোক আগামী দিনগুলো।
            
নববর্ষের আলোকে আমার কবিতা
শুভ নববর্ষের কবিতা  (প্রথম পর্ব)


হারিয়ে যাওয়া দিনগুলিকে
নতুন আলোয় দেখি,
পুরানো দিনের স্মৃতি যত
মনের গহনে রাখি।


আজকে যখন নতুন আলো
ছড়ায় ভুবন পর,
খুশির রঙে রাঙিয়ে তুলি
জীবন নদীর চর।


নতুন বছর আনুক বয়ে
সুখ, সমৃদ্ধি ও শান্তি,
বিশ্বের মাঝে ঘুচুক ক্লেশ
বিষাদ, প্রমাদ, ভ্রান্তি।


খুশির রঙের দিবসগুলি
হারিয়ে যখন যায়,
বিস্মৃতির অতল তলে
জমে স্মৃতির পাতায়।


নববর্ষের নব আলোকে
হৃদয় উঠুক ভরে,
কান্না হাসির লুকোচুরি
সারাটা বছর ধরে।