বৈশাখের কড়া রোদে.... জল নাই পুকুরে
বৈশাখের উত্তপ্ত কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বৈশাখে প্রখর রোদে পথ চলা ভারি দায়,
ছাতা নিয়ে পথে দ্রুত হাঁটে হরিহর রায়।
একতারা নিয়ে হাতে বেনুদাস গান গায়,
রাখালিয়াসুরে বাঁশি দূরে কোথা শোনা যায়।

বৈশাখের দাবদাহে প্রাণ বুঝি নাহি রয়,
রৌদ্রের প্রখর তাপে শুষ্ক হয় জলাশয়।
খর বায়ু বয় বেগে প্রাণ করে আনচান,
তপ্ত পথে তপ্ত মাটি গরুগাড়ি ধাবমান।

পথিক আদুল গায়ে ছাতা নিয়ে পথে চলে,
ছেলেরা সাঁতার কাটে পুকুরের ঘোলা জলে।
দুপুরের কড়া রোদে মুখ ঢাকি ঘোমটায়,
কলসীতে জল ভরে নব-বধূ ঘরে যায়।

শাল পিয়ালের বন অজয় নদীর বাঁকে,
বৈশাখে অজয় নদে এক হাঁটু জল থাকে।
বৈশাখে উত্তপ্ত বালি পায়ে হেঁটে পার হয়,
নদীতীর সুশীতল লক্ষ্মণ ভাণ্ডারী কয়।