এসো হে বৈশাখ..... বৈশাখে করি আহ্বান
বৈশাখের আবাহনী কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
স্বাগত জানাই এসো নতুন বছর,
আসুক বৈশাখমাস উত্তাপ প্রখর।
আসিল বৈশাখ মাস শুভ আগমনে,
শুচি হোক বসুন্ধরা রবির কিরণে।
রবির প্রখর তাপ সহ্য নাহি হয়,
উত্তাপে শুকায় দিঘি আর জলাশয়।
তপ্ত রৌদ্রে তপ্ত মাটি তপ্ত বালুকণা,
দুপুরে প্রখর রোদ্রে পথে চলা মানা।
গাঁয়ের পথের বাঁকে আছে এক দিঘি,
রবির কিরণে জল করে ঝিকিমিকি।
গাঁয়ের বধূরা সব দিঘি তার জলে,
স্নান সেরে জল নিয়ে নিজ ঘরে চলে।
শাল পিয়ালের বন অজয়ের বাঁকে,
বৈশাখে অজয়নদে হাঁটুজল থাকে।
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান,
সুমধুর সুরে গাহে বৈশাখের গান।