এসো হে বৈশাখ..... বৈশাখে করি আহ্বান
বৈশাখের আবাহনী কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বৈশাখের আগমনে তপ্ত হোক ধরা,
এসো হে বৈশাখমাস এসো করি ত্বরা।
দহন করুক বিশ্ব রবির কিরণে,
সূর্যস্নানে শুচি হোক বিশ্ববাসীগণে।
বৈশাখের দাবদাহ রুদ্র দাবানল,
শুকায় পুকুর আর জলাশয়ে জল।
তপ্ত রৌদ্রে তপ্ত মাটি তপ্ত বালুকণা,
প্রখর উত্তাপে তাই পথ চলা মানা।
তপ্তরৌদ্রে পথিকেরা তপ্ত পথে চলে,
কভুবা বিশ্রাম লয় তরুচ্ছায়া তলে।
খাঁ খাঁ করে চতুর্দিক গ্রাম্য পথ বাঁকে,
আম্রকুঞ্জে আম্র শোভে আম্রতরু শাখে।
অজয়ের নদীঘাটে গাঁয়ের জেলেরা
মাছ ধরে, স্নান করে পাড়ার ছেলেরা।
রবির প্রখর তাপে নাহি রয় প্রাণ,
লিখিল লক্ষ্মণ কবি বৈশাখের গান।