এসো হে বৈশাখ..... বৈশাখে করি আহ্বান
বৈশাখের আবাহনী কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
স্বাগতম নববর্ষ এসো হে বৈশাখ,
পুরাতন বর্ষ স্মৃতি হয়ে বেঁচে থাক।
আসিল বৈশাখ মাস যবে বসুধায়,
রবির প্রখর তাপে পুকুর শুকায়।
এসো নবীন বৈশাখ বসুধার পরে,
স্বাগত জানাই সবে নব কলেবরে।
রবির প্রখর তেজে তপ্ত বালুকণা,
ঠাণ্ডাজল পান করি পিপাসা মিটে না।
বৈশাখের দাবদাহে প্রাণ নাহি রহে,
কর্মক্লান্ত দেহে শুধু ঘর্মধারা বহে।
বৈশাখে দুরন্ত কালবৈশাখীর ঝড়ে,
মড়মড় করে বৃক্ষশাখা ভেঙে পড়ে।
অজয়ের নদীজল অতি সুশীতল,
স্নান করে নববধূ নিয়ে যায় জল।
আগত বৈশাখ মাস শুভ আগমন,
ছন্দে ছন্দে বিরচিল কবিশ্রী লক্ষ্মণ।