এসো হে বৈশাখ..... বৈশাখে করি আহ্বান
বৈশাখের আবাহনী কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসিল বৈশাখ মাস শুভ নববর্ষে,
সকলে উঠিল মাতি হাসি আর হর্ষে।
এসো হে রুদ্র বৈশাখ হোক তব জয়,
আনো প্রখর উত্তাপ নাহি করি ভয়।
এসো হে রুদ্র বৈশাখ এই ধরাতলে,
জ্বলুক বসুধা আজি রুদ্র দাবানলে।
কঠিন উত্তাপ আনো শুচি হোক ধরা,
বৈশাখে প্রখর রোদ্র তপ্ত বায়ু খরা।
আগত বৈশাখ মাস তপস্বী ব্রাহ্মণ,
বিশ্ববাসী করে সবে, তব আবাহন।
বর্ষ ধরি জমা যত গ্লানি পরাজয়,
কঠোর উত্তাপে তব সব হোক ক্ষয়।
অজয় নদীর ঘাট অতি সুশীতল,
চিকচিক করে বালি এক হাঁটুজল।
হাঁটুজলে পার হয় কত লোকজন
ছন্দময় কাব্যে কবি লিখিল লক্ষ্মণ।