এসো হে বৈশাখ..... বৈশাখে করি আহ্বান
বৈশাখের আবাহনী কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শুভ নববর্ষে করি বৈশাখে আহ্বান,
এসো সবে সুরে গাহি বৈশাখের গান।
বৈশাখের রুদ্রতেজ প্রাণ নাহি রয়,
রোদ্রের উত্তাপ কভু সহ্য নাহি হয়
আসিল বৈশাখ মাস উত্তাপ প্রখর,
কর্মক্লান্ত দেহে ঘর্ম ঝরে ঝর ঝর।
তপ্ত রোদ্রে তপ্ত মাটি পথ চলা দায়,
স্নান সেরে বধূ সবে জল নিয়ে যায়।
বৈশাখে রবির তেজে বিল জলাশয়,
শুকায় দিঘির জল ভারি কষ্ট হয়।
কাল বৈশাখীর ঝড় বিকালের পরে,
কভুবা ঝড়ের পরে ভারি বৃষ্টি ঝরে।
অজয় নদীর ঘাটে কূলে নাহি কেহ,
সকলেই গেছে চলে আপনার গেহ।
বৈশাখের দাবদাহে নাহি রয় প্রাণ,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।