দুরন্ত রেমাল ঘূর্ণিঝড়ে.... আমগাছ ভেঙে পড়ে
আসছে ধেয়ে রেমাল ঝড় (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসিল রে ঝঞ্ঝা ভয়ঙ্কর,
সর্বনাশা রেমাল ঝড়ে ভেঙে গেল বাড়িঘর।
আকাশ পারে পূবের কোনে
মেঘ জমেছে দূরের গগনে
কালিমাখা মেঘ পশ্চিম পানে
বাদলধারা ঝরে ঝর ঝর।
আসিল রে ঝঞ্ঝা ভয়ঙ্কর,
সর্বনাশা রেমাল ঝড়ে ভেঙে গেল বাড়িঘর।
রেমাল ঝড়ে ঝঞ্ঝা বাতাসে
কালিমাখা মেঘ উড়িছে আকাশে
দুরন্ত ঝড় বয় জ্যৈষ্ঠের মাসে
আসিল বসুধার পর।
আসিল রে ঝঞ্ঝা ভয়ঙ্কর,
সর্বনাশা রেমাল ঝড়ে ভেঙে গেল বাড়িঘর।
জ্বলিছে বিজুলি কালিমাখা মেঘে
নীড় উড়ে যায় বাতাসের বেগে
কালি মাখা মেঘে ঘর্ষণ লেগে
বিজুলি চমকে দ্রুততর।
আসিল রে ঝঞ্ঝা ভয়ঙ্কর,
সর্বনাশা রেমাল ঝড়ে ভেঙে গেল বাড়িঘর।