দুরন্ত রেমাল ঘূর্ণিঝড়ে.... আমগাছ ভেঙে পড়ে
আসছে ধেয়ে রেমাল ঝড় ( অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসে ঐ রেমাল ঝড়,
দুরন্ত গতিতে ধাবিয়া আসিছে গাছ ভাঙে মড় মড়।
বিজুলি হাসিছে আকাশের কোণে,
তরু শাখা পাতা উড়ে সমীরণে
কালিমাখা মেঘে পূরব গগনে
মেঘ ডাকে কড় কড়,
আসে ঐ রেমাল ঝড়,
দুরন্ত গতিতে ধাবিয়া আসিছে গাছ ভাঙে মড় মড়।
অঝোর ধারায় ঝরিছে বাদল,
নীড়হারা পাখি করে কোলাহল,
নদী মাঠ বিল ভরে আছে জল,
আসে ঐ দুরন্ত ঝড়।
আসে ঐ রেমাল ঝড়,
দুরন্ত গতিতে ধাবিয়া আসিছে গাছ ভাঙে মড় মড়।
যেও নাকো কেহ ঘরের বাহিরে,
কালিমাখা মেঘ দেখো চাহিরে,
অজয়ের ঘাটে কেহ নাহিরে,
কোথা বাজ পড়ে কড় কড়।
আসে ঐ রেমাল ঝড়,
দুরন্ত গতিতে ধাবিয়া আসিছে গাছ ভাঙে মড় মড়।