দুরন্ত রেমাল ঘূর্ণিঝড়ে.... আমগাছ ভেঙে পড়ে
আসছে ধেয়ে রেমাল ঝড় ( সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আকাশের মাঝে কালিমাখা মেঘ
আঁধারকালোয় ভরা,
সর্বনাশা ঝড় রেমাল হাসিছে
কাঁপিয়া উঠিছে ধরা।
কড় কড় রবে মেঘেরা ডাকিছে
অশনি জ্বলিছে মেঘে,
রেমালের ঝড়ে গাছ ভেঙে পড়ে
ধাবিছে বিদ্যুৎ বেগে।
আসিছে ধাবিয়া দুরন্ত ঝটিকা
ভেঙে পড়ে তরুশাখা,
আকাশের গায় চারিদিকে ছায়
কালো মেঘ ধূলিমাখা।
শুনি আওয়াজ কোথা পড়ে বাজ
জ্বলে উঠে বহ্নিশিখা,
মহা কলরবে প্রচণ্ড তাণ্ডবে
আসে দুরন্ত ঝটিকা।
অজয়ের ঘাটে এইমত কাটে
দুরন্ত ঝটিকা বয়,
রেমালের ঝড়ে ছাদ ভেঙে পড়ে
লক্ষ্মণ ভাণ্ডারী কয়।