দুরন্ত রেমাল ঘূর্ণিঝড়ে.... আমগাছ ভেঙে পড়ে
আসছে ধেয়ে রেমাল ঝড় ( ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
রেমাল ঝড়ের তাণ্ডব নর্তনে
কাঁপিছে বসুধা আজি,
দমকা বাতাসে প্রলয় নাচন
ভেঙে পড়ে বৃক্ষরাজি।
জাগে মহাকাল উদ্দাম উত্তাল
ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝটিকা,
কালিমাখা মেঘে বিজুলি জ্বলিছে
দীপ্ত যেন বহ্নিশিখা।
আমাদের গাঁয়ে গলিপথ বেয়ে
বহে এক হাঁটুজল,
ভয়ঙ্কর ঝড়ে নীড় গেছে উড়ে
পাখিদের কোলাহল।
সীমানার কাছে নদীঘাট আছে
নদীঘাটে কেহ নাই,
অজয়ের বাঁকে শালবন থাকে
দেখিবারে শুধু পাই।
আঁধার কালো বাদল মেঘে
জ্বলিছে বিজুলিধারা,
অজয় নদী দুরন্ত হয়ে
ছুটিছে পাগল পারা।
ঘন অম্বরে কোথা যেন ঐ
বাজ পড়ে কড় কড়,
রেমাল ঝড়ে মূল উপড়ে
গাছ ভাঙে মড় মড়।
কভুবা শান্ত কভু অশান্ত
এলোমেলো ঝড় বয়,
সর্বনাশা ঐ রেমাল ঝড়
কবি শ্রীলক্ষ্মণ কয়।