দুরন্ত রেমাল ঘূর্ণিঝড়ে.... আমগাছ ভেঙে পড়ে
আসছে ধেয়ে রেমাল ঝড় ( পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ঝঞ্ঝা বিক্ষুব্ধ রেমাল ঝড়ে
উড়ে গেছে চালাঘর,
চেয়ে দেখো ঐ দুরন্ত ঝটিকা
আসে ঝঞ্ঝা ভয়ঙ্কর।

রেমাল ঝড়ে ঝঞ্ঝা বাতাসে
ভেঙে পড়ে গাছপালা,
মুষলধারে বাদল ঝরে
ভরে গেছে নদীনালা।

আঁধার কালো বাদল মেঘে
জ্বলিছে বিজুলিধারা,
অজয় নদী দুরন্ত হয়ে
ছুটিছে পাগল পারা।

ঘন অম্বরে কোথা যেন ঐ
বাজ পড়ে কড় কড়,
রেমাল ঝড়ে মূল উপড়ে
গাছ ভাঙে মড় মড়।

কভুবা শান্ত কভু অশান্ত
এলোমেলো ঝড় বয়,
সর্বনাশা ঐ রেমাল ঝড়
লক্ষ্মণ ভাণ্ডারী কয়।