দুরন্ত রেমাল ঘূর্ণিঝড়ে.... আমগাছ ভেঙে পড়ে
আসছে ধেয়ে রেমাল ঝড় ( চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আসিল রেমাল ঝড় দুরন্ত ঝটিকা,
উড়ে যায় চালাঘর আর তরুশাখা।
কাল মেঘ গুরু গুরু করিছে গর্জন,
বহিছে প্রবল বেগে বায়ু শন শন।

বিদ্যুৎ জ্বলিছে মেঘে ঝরিছে বাদল,
পথেঘাটে নদীমাঠে বয়ে যায় জল।
অঝোর ধারায় বৃষ্টি সারাদিন ধরে,
নদীনালা খালবিল জলে আছে ভরে।

রেমালের প্রকোপেতে ভাঙে বাড়িঘর,
আম জাম কলা গাছ কাঁপে থরথর।
নীড়হারা পাখি সব করে কলরব,
মেঘের গর্জন শুনি কড় কড় রব।

রেমাল প্রবল বেগে ঘন ডাক ছাড়ে,
জলচ্ছাসে ঘর ভাসে অজয়ের পাড়ে।
সারাদিন বারি ঝরে অঝোর ধারায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।