দুরন্ত রেমাল ঘূর্ণিঝড়ে.... আমগাছ ভেঙে পড়ে
আসছে ধেয়ে রেমাল ঝড় ( তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আসিল রেমাল ঝড় ঝঞ্ঝা ভয়ঙ্কর,
দমকা হাওয়া বয় ধ্বসে বাড়িঘর।
অবিরত ঝম ঝম ঝরে বারিধারা,
ধাবিছে অজয় নদী পাগলের পারা।

জল ঝরে জল ঝরে সারাদিন ধরে,
মেঘ ডাকে গুরুগুরু কড়কড় করে।
অশনি ভরা বিজুলি চমকায় মেঘে,
ধাবিছে রেমাল ঝড় অতি দ্রুতবেগে।

ভেঙে পড়ে গাছপালা বাতাসের চাপে,
নীড়হারা পাখিগুলি শাখে বসি কাঁপে।
কোথা যেন বাজ পড়ে কড় কড় কড়,
রেমাল আসিল দেখো সর্বনাশা ঝড়।

আসে ঐ রেমাল ঝঞ্ঝা হও সাবধান,
আম পাড়ি চলো যাই আমের বাগান।
বাগানে আমের গাছ কত আম ধরে,
লিখিল লক্ষ্মণ কবি ঝড়ে আম পড়ে।