দুরন্ত রেমাল ঘূর্ণিঝড়ে.... আমগাছ ভেঙে পড়ে
আসছে ধেয়ে রেমাল ঝড় ( দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসিছে ছুটে
রেমাল ঘূর্ণি ঝড়
হল শুরু তাণ্ডব নর্তন,
কাঁপিছে ঝড়ে
আম্র গাছের শাখা
ঘূর্ণিঝড়ের প্রলয় নাচন।
রেমাল ঝড়ের
দমকা হাওয়ায়
উড়িয়ে নিল খড়ের চাল,
সর্বনাশা
দারুণ ঝড়ে
বদলে গেল ঘরের হাল।
মুষল ধারে
বাদল ঝরে
ঢুকিছে ঘরে বৃষ্টির জল,
ঐ ডাকে শোন
মেঘের গুরু গর্জন
জ্বলিছে বিজুলি অবিরল।
ধাবিছে রেমাল
উদ্দাম জটাজাল
যাইও না আজিকে বাহিরে,
ঝড়ের তাণ্ডবে
মাতিছে কলরবে
লক্ষ্মণ কহে দেখ চাহিরে।