দুরন্ত রেমাল ঘূর্ণিঝড়ে.... আমগাছ ভেঙে পড়ে
আসছে ধেয়ে রেমাল ঝড় (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
থেমে গেছে রেমাল ঝড়,
পৃথিবী হয়েছে শান্ত আজিকে মেঘ ডাকে না কড় কড়।
উদার আকাশে হাসিছে সূর্য
বাতাসে দুলিছে ওই রণতুর্য
ভূমিতে রয়েছে পাতার প্রাচুর্য
ভেঙে গেছে মাটির ঘর।
থেমে গেছে রেমাল ঝড়,
পৃথিবী হয়েছে শান্ত আজিকে মেঘ ডাকে না কড় কড়।
ঝড়ের প্রকোপে পড়ে ভাঙাছাতা,
হারিয়েছে বাঁট কাপড়ের কাঁথা।
ঝড়ের তাণ্ডবে মাতে কলরবে
উড়ে কত বইপত্তর।
সমূলে ভেঙেছে প্রাচীন বট,
ভাঙাগড়া খেলা অজয়ের তট,
আমরা সকলে নটী আর নট,
ঝড় থামে অতঃপর।
থেমে গেছে রেমাল ঝড়,
পৃথিবী হয়েছে শান্ত আজিকে মেঘ ডাকে না কড় কড়।