দুরন্ত রেমাল ঘূর্ণিঝড়ে.... আমগাছ ভেঙে পড়ে
আসছে ধেয়ে রেমাল ঝড় ( প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কালো মেঘে
আকাশ ছেয়ে,
রেমাল ঝড়
আসছে ধেয়ে।

আসছে ছুটে
রেমাল ঝড়,
ডাকছে মেঘ
কড় কড়।

অশনি ভরা
বিদ্যুৎ রেখা,
কালো মেঘে
যায় যে দেখা।

কালো বরণ
মেঘের থেকে,
বিজুলি ধায়
এঁকে বেঁকে।

সর্বনাশা
ঘূর্ণি ঝড়ে
বিদ্যুত্স্তম্ভ
ভেঙে পড়ে।

অঝোর ধারে
বাদল ঝরে,
কোথায় যেন
বাজ পড়ে।

আসছে ছুটে
ঝড় রেমাল,
গেছে উড়ে
খড়ের চাল।

লক্ষ্মণ কহে
সাবধান,
নিজে বাঁচুন
অন্যে বাঁচান।