আন্তর্জাতিক নারী দিবসের মধ্য দিয়ে নারীত্বের উৎসব পালিত হয়। জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক বা রাজনৈতিক ভেদাভেদ ভুলে মহিলাদের কৃতিত্বকে স্বীকৃতি জানানোর জন্য এই দিনটি পালিত হয়। এই দিনে প্রত্যেককে নারী অধিকার, লিঙ্গ সমতা সম্পর্কে সচেতন করে তোলা হয়। পাশাপাশি মহিলাদের সমান অধিকারের লড়াই জোরদার করা এই দিনটি পালনের অন্যতম উদ্দেশ্য। আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব নারীর জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা।
সারা বিশ্বের সমস্ত নারীজাতি আমার মা, আমার বোন। আমার নমস্যা, আমার চেতনা, আমার জ্ঞান। সবাই আমার মাতৃস্থানীয়া। প্রতি সকাল সন্ধ্যায় তাদের আমি অবনত মস্তকে প্রণিপাত করি।
আন্তর্জাতিক নারী দিবসের কবিতা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নারীরা শক্তি মায়ের জাতি
নারীরা জাতির মান,
বিশ্ব নারী দিবসে আজিকে
গাহি তাদের জয়গান।
তুমি যে রমণী বিশ্বের জননী
দিকে দিকে তব নাম,
জননী জন্মভূমি হতে শ্রেষ্ঠ তুমি
তোমারে জানাই প্রণাম।
নারীরা ভূষণ জগতের মণি
নারী জগতের সার
নারীকে আপন ভাগ্য জয়ের
দিতে হবে অধিকার।
তুমি মা কল্যাণী জগত পালিনী
সন্তানেরে কর সেবা,
তুমি মা শক্তি করি শ্রদ্ধা ভক্তি
তব সম আছে কেবা?
এসো এসো নারী দুহস্ত প্রসারী
অভয়া শক্তির দল,
দিয়ে বরাভয় সাহস দুর্জয়
দেখাও বাহুর বল।
নারীর অপমান জাতির অপমান
ভুলিতে কভু কি পারি?
দানবে বধিতে সংগ্রাম করিতে
তুলে নাও তরবারি।
অসুরে অসুরে ছেয়ে গেছে দেশ
দেশ গেছে রসাতলে,
ওদের অত্যাচারে খুন নির্বিচারে
ভাসে নারী আঁখিজলে।
নতুন বারতা এসেছে আজিকে
জাগো মহামায়ার দল,
দুই চোখে তব উঠুক জ্বলিয়া
প্রতিশোধের দাবানল।
কহিছে লক্ষ্মণ আজি শুভক্ষণ
মহামায়ার দল জাগো,
বিশ্ব নারী দিবসে আজিকে
বাঁচার অধিকার মাগো।