আমার গাঁ আমার মা......গাঁয়ের মাটি আমার স্বর্গ
আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গ্রামখানি তরু ছায়াতলে,
সোনার কমল ফুটে পদ্ম দিঘিজলে।
সকালে অরুণ রবি ছড়ায় কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।

ফুলবনে ফুলশাখে ফুটিল কুসুম,
কোকিলের ডাক শুনে ভেঙে যায় ঘুম।
কৃষক লাঙল লয়ে দূরে মাঠে যায়,
রাখাল বাজায় বাঁশি সুর শোনা যায়।

রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
নদীঘাট ছাড়ি দেয় দূর গাঁয়ে পাড়ি।
রাঙাশাড়ি পরা বধূ রাঙাপথ ধরে,
স্নান করে জল নিয়ে বধূ চলে ঘরে।

নদীঘাটে বেলা পড়ে সূর্য অস্ত যায়,
দিগন্তে লুকায় রবি আঁধার ঘনায়।
গাঁ আমার মা আমার সবাই আপন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।