আমার গাঁ আমার মা......গাঁয়ের মাটি আমার স্বর্গ
আমার গাঁয়ের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মাটিতে নিকানো ঘর খোলা বারান্দায়,
উঠোনে আমের শাখে কোকিলেরা গায়।
সকালে অরুণ রবি উঠিল যখন,
পাখি সব গীত গায় ভরে উঠে মন।
রাখালেরা গরু মোষ নিয়ে যায় মাঠে,
বাজায় বাঁশের বাঁশি চাষী ধান কাটে।
রাঙাপথে দুইপাশে বনের ধুতুরা,
জল নিতে আসে ঘাটে গাঁয়ের বধূরা।
বধূরা সিনান করে অজয়ের জলে,
অজয়ের নদীঘাট ভরে কোলাহলে।
তেল মাখি স্নান করে গাঁয়ের ছেলেরা,
নদীতে ইলিশ মাছ ধরিছে জেলেরা।
গাঁ আমার মা আমার মাটির মানুষ,
সবাই মানুষ ওরা আছে মান হুঁশ।
মানুষেরে ভালবাস থাকিবে আনন্দে,
লিখিল লক্ষ্মণ কবি কবিতার ছন্দে।