আমার গাঁ আমার মা......গাঁয়ের মাটি আমার স্বর্গ
আমার গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটিতে আছে স্নেহ ভালবাসা,
এই গাঁয়ে জাগে মোর নব নব আশা।
আমার গাঁয়ের মাটি সুজলা সুফলা,
ফলে কত আম জাম লিচু আর কলা।
গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল,
গাঁয়ের দিঘিতে ফুটে কুমুদ কমল।
লালশাড়ি পরা বধূ জল নিতে আসে,
দুইধারে আম জাম তালবন পাশে।
গাঁয়ের বামুনপাড়া আছে মাঝখানে,
তেল নুন বেচে শশী মুদির দোকানে।
অজয় নদীর ঘাট গ্রাম সীমানায়,
সকালে বিকালে বধূ জল নিতে যায়।
অজয় নদীর ঘাট স্নিগ্ধ সুশীতল,
গরু মোষ পার হয় এক হাঁটুজল।
আষাঢ়ে প্লাবন আসে কানায় কানায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।