আমার গাঁ আমার মা......গাঁয়ের মাটি আমার স্বর্গ
আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মাটি লেপা খড়ো চাল মাটির কুটির,
সীমানায় দেখা যায় অজয়ের তীর।
গাঁ আমার মা আমার পূণ্য জন্মভূমি,
মাটিমাকে তাই আমি সতত প্রণমি।
সকালে সোনার রবি উঠে পূর্বদিকে,
কিরণ ছড়ায় রবি লাল রং মেখে।
পাখি ডাকে গাছেগাছে আমাদের গাঁয়,
রাখাল বাজায় বাঁশি সুর শোনা যায়।
রাঙাপথে দুইধারে গরুগাড়ি চলে,
হাঁসগুলি করে খেলা দিঘি কাল জলে।
ঘোমটায় মুখ ঢাকি রাঙাপথ ধরে,
গাঁয়ের রূপসী বধূ চলে নিজ ঘরে।
গাঁ আমার মা আমার এ গাঁয়ের টান,
স্নেহ মাখা মমতায় ভরে উঠে প্রাণ।
কবি কয় গ্রাম মোর সুখ শান্তিধাম,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি জানায় প্রণাম।