আমার গাঁ আমার মা......গাঁয়ের মাটি আমার স্বর্গ
আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁ আমার আমার মা এ গাঁয়ের মাটি,
মাটিতে ফসল ফলে শুদ্ধ পরিপাটি।
ছোট গাঁয়ে ছোট ঘর আর আছে দিঘি,
রবির কিরণে জল করে ঝিকিমিকি।
মাঝখানে গাঁয়ে আছে মুদির দোকান,
পাশে তার হরিহর বেচে খিলি পান।
রাঙাপথে দুইধারে সারি সারি গাছ,
বটতলে বসি দীনু বেচে রুই মাছ।
সকালে বিকালে কভু রাঙাপথ ধরে,
দিঘি হতে জল নিয়ে বধূ চলে ঘরে।
গাঁয়ের অজয় নদী গ্রাম সীমানায়,
সারি সারি গরুগাড়ি নদীঘাটে যায়।
গাঁ আমার মা আমার আমাদের গাঁয়ে,
ছোট গাঁয়ে ছোট ঘর আছে তরুছায়ে।
আমাদের গ্রামখানি স্বর্গের সমান,
লিখিল কবিতা কবি লক্ষ্মণ শ্রীমান।