আমার গাঁ আমার মা......গাঁয়ের মাটি আমার স্বর্গ
আমার গাঁয়ের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমাদের ছোট গ্রাম মায়ের মতন,
মা মাটি মানুষ সব আমার আপন।
সকালে অরুণ রবি পূর্বদিকে উঠে,
ফুলবনে ফুলশাখে কত ফুল ফুটে।
গাঁয়ে আছে ছোট ঘর মাটির পাঁচিল,
গাঁয়ের পশ্চিমে আছে দিঘি আর বিল।
উত্তরে অজয়নদী দামোদর দক্ষিণে,
বিশাল সবুজ মাঠ পূর্ব ও পশ্চিমে।
কামার কুমোর তাঁতি কায়স্থ ব্রাহ্মণ,
মিলেমিশে বাস করি গ্রামবাসীগণ।
গ্রামবাসী সকলেই আপন আমার,
সবাই আপন মোর আমি সবাকার।
গাঁ আমার, মা আমার সুখ স্বর্গধাম,
মাটিমাকে ভক্তিভরে জানাই প্রণাম।
এ গাঁয়ের মাটি মোর স্বর্গের সমান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।