আমার গাঁ আমার মা......গাঁয়ের মাটি আমার স্বর্গ
আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁ আমার মা আমার পূণ্য স্বর্গধাম,
মাটি মাকে ভক্তিভরে জানাই প্রণাম।
গাঁয়ের মানুষ সব সবাই আপন,
প্রভাত পাখিরা গায় ভরে উঠে মন।

গাঁয়ে আছে ছোট ঘর মাটির উঠান,
রাঙাপথে তরুশাখে পাখিদের গান।
গাঁয়ে আছে ছোট দিঘি কাল তার জল,
হাঁসেরা সাঁতার কাটে করে কোলাহল।

গাঁয়ের অজয় নদী শালবন বামে,
নববধূ নদীঘাটে গাড়ি হতে নামে।
অজয় নদীর জল স্বচ্ছ সুশীতল,
পায়ে হেঁটে পার হয় যাত্রীরা সকল।

গাঁয়ের মন্দির মাঝে ঢাকঢোল বাজে,
শঙ্খ বাজে ঘন্টা বাজে সকাল ও সাঁঝে।
কভু হয় যাত্রাপালা আর কবিগান,
গাঁয়ের কবিতা লিখে লক্ষ্মণ শ্রীমান।