আমার গাঁ আমার মা......গাঁয়ের মাটি আমার স্বর্গ
আমার গাঁয়ের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁ যে আমার মা......এই মাটি আমার মা....
গাঁয়ের মাটি স্বর্গ আমার তার নাইকো তুলনা।
মাটিতে ফলে সোনার ফসল,
দিঘিতে ফুটে সোনার কমল,
এমন স্নিগ্ধ অজয়ের জল কোথাও পাবে না।
গাঁ যে আমার মা......এই মাটি আমার মা....
গাঁয়ের মাটি স্বর্গ আমার তার নাইকো তুলনা।
আঁকা বাঁকা সরু গলির পথে,
মুরগীরা ডাকে সকাল হতে।
লোক চলেছে রাঙা মাটি পথে শুরু আনাগোনা।
গাঁ যে আমার মা......এই মাটি আমার মা....
গাঁয়ের মাটি স্বর্গ আমার তার নাইকো তুলনা।
গাঁয়ের পাশে অজয়নদীর ঘাটে,
উত্তরে ওই চাঁপা ডাঙার মাঠে,
মাঠে মাঠে সারাটা দিন কাটে, বোঝা যায় না।
গাঁ যে আমার মা......এই মাটি আমার মা....
গাঁয়ের মাটি স্বর্গ আমার তার নাইকো তুলনা।
অস্তাচল রবি পশ্চিমের পানে,
সাঁঝ হলো দিবসের অবসানে,
চাঁদ উঠে ওই বাঁশের বাগানে, ঘুম তো আসে না।
গাঁ যে আমার মা......এই মাটি আমার মা....