আমার গাঁ আমার মা......গাঁয়ের মাটি আমার স্বর্গ
আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁ আমার মা আমার গ্রামবাসীগণ,
একসাথে করে বাস সবাই আপন।
আমার গাঁয়ের মাটি স্বর্গের সমান,
রবি উঠে বায়ু বয় পাখি গায় গান।
ফুলবনে ফুল ফুটে আসে মধুকর,
মধু খেয়ে ঢুলে পড়ে ফুলের উপর।
রাঙাপথে দুইধারে সবুজ বনানী,
সবুজের ছায়াঘেরা মোর গ্রামখানি।
রাঙাপথে গরুগাড়ি চলে নিরন্তর,
চাকাদুটি ঘুরি ঘুরি চলিছে মন্থর।
রাঙাপথ ছাড়ি গাড়ি নদীঘাটে থামে,
রাঙাশাড়ি পরা বধূ গাড়ি হতে নামে।
অজয় নদীর ঘাট স্নিগ্ন সুশীতল,
অজয়ের জলধারা বহে কল কল।
অজয়ের নদীবাঁকে আছে শালবন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।