আজ ২১শে ফেব্রুয়ারি, অমর একুশে ফেব্রুয়ারি। বিশ্বজুড়ে মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের নাম। আজ সেই অমর একুশে, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশে ফেব্রুয়ারি মানে বিশ্বে মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন। বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় দিন।
তাই তো বাঙালি গেয়ে ওঠে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি।
বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন করতে গিয়ে ১৯৫২ সালের এদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন দামাল ছেলেরা।
তাদের রক্তের বিনিময়ে বাংলা পেয়েছিল পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষার স্বীকৃতি।
এরপর থেকে ভাষা শহীদ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে দিনটি।
***********
অমর একুশের গান (দেশাত্মবোধক কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসে বর্ষে বর্ষে অমর একুশে
দোলা দেয় প্রাণে প্রাণে,
বাংলা ভাষার হয় অভিষেক
শিমূল ও পলাশের ঘ্রাণে।
মাতৃভাষা তরে আজীবন ধরে
করিল যারা সংগ্রাম,
একুশে ফেব্রুয়ারি নিল প্রাণ কাড়ি
কত শত তাজা প্রাণ,
কত না মায়ের ঝরিল অশ্রু
কত বোন স্বামীহারা,
শহীদের রক্তে বহিল মাটিতে
রক্ত তটিনীর ধারা।
রক্ত দিল যারা মাতৃভাষা তরে
রাখিতে ভাষার মান,
অমর একুশে মাতৃভাষা দিবসে
জানাই শ্রদ্ধা সম্মান।
রক্তমূল্য দিয়ে কিনেছি আমরা
মাতৃভাষা স্বাধীনতা,
বহুদিন পরে মায়ের আজিকে
ঘুচিল দুঃখ ব্যথা।
আজিকে অমর একুশে ফেব্রুয়ারী
শুনি ভাষার আহ্বান,
মাতৃভাষা দিবসে অমর একুশে
লিখে লক্ষ্মণ শ্রীমান।