অজয়ের ঘাটে আছি সাধু সমাগম,
নদীতে মকর স্নানে আনন্দ পরম।
টুসুর ভাসান হয় অজয়ের ঘাটে,
হাসি গান কলরবে সারাদিন কাটে।
অজয়ের নদীতটে জমে ওঠে মেলা,
বসেছে দোকান আর সার্কাসের খেলা।
বায়োস্কোপ ম্যাজিকশো, মিষ্টির দোকান,
মাইকের উচ্চরবে হয় ঝালাপালা কান।
আলতা সিঁদুর ফিতে চুড়ি ও আয়না,
কাঠের পুতুল চাই খুকুর বায়না।
বাঁশি কিনে খোকা খুশি তার হাসিমুখ,
পয়সা দিয়ে কেনা যায় আনন্দ ও সুখ।
সাধক সন্ন্যাসী কত বসি আখড়ায়,
বাউলেরা একতারা নিয়ে গান গায়।
সাধক মেলায় করি সবারে আহ্বান,
মেলার কবিতা লিখে লক্ষ্মণ শ্রীমান।