অজয়ের ঘাটে পূণ্যার্থীর ভিড় (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের ঘাটে আজি জন সমাগম,
পূণ্যার্থীর ভিড় জমে নাহি হয় কম।
জলে নামি নদীঘাটে করে সবে স্নান,
আজিকার দিনে হয় টুসুর ভাসান।
বাউলেরা একতারা নিয়ে গান গায়,
কাঠ জ্বেলে দেখি কেহ আগুন পোহায়।
চিঁড়া মুড়ি পিঠা খায় স্নান সারা হলে,
মকর স্নানের পরে সবে ঘরে চলে।
দোকানীরা নদীচরে দোকান সাজায়,
সিঙাড়া, আলু-চপ সব পাওয়া যায়।
আজি হতে নদীঘাটে ধর্মশীলা মেলা,
সারাদিন মেলা হয়, কেটে যায় বেলা।
দোকান বসেছে কত ঘাটে সারি সারি,
খেলনা, দোকান, স্টল আর মনোহারি।
চারিদিকে কোলাহল ঘাট ভরে যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।