অজয়ের ঘাটে পৌষের মেলা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বসেছে আজিকে পৌষের মেলা
অজয় নদীর ঘাটে,
দোকান কত বসেছে সেথায়
দেখে সারাদিন কাটে।
রাঙাপথ ধরে গরুগাড়ি চড়ে
লোক আসে দলে দলে,
অরুণ রবি ছড়ায় কিরণ
অজয় নদীর জলে।
নদীর ঘটে বসেছে আজিকে
মকর সংক্রান্তি মেলা,
পুতুন নাচ আর ম্যাজিকের শো
আর সার্কাসের খেলা।
আয়না চিরুনী চুড়ি আর মালা
লিপিস্টিক পাউডার,
মুকুট মাথার ফিতে ক্লিপ আর
টিপ হরেক প্রকার।
আলুর চপ ও বেগুনি ফুলুরি
সন্দেশেরও দোকান,
বেলুন ও বাঁশি ফুলের মালা
সব পাঁচসিকে দাম।
বহু লোকের জন সমাবেশ
আজকে পৌষের মেলা,
শ্রীলক্ষ্মণ কহে অজয় নদী বহে
চিরদিনই একই খেলা।