অজয়ের ঘাটে বাউল মেলা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নদীর ঘাটে বাউল মেলা
অজয় নদীর তীরে,
মধুর সুরে বাউল গান
বহু মানুষের ভিড়ে।
সকাল হলে সবাই করে
নদীতে মকর স্নান,
স্নানের পরে বসে আসরে
শুনে বাউলের গান।
প্রতি বছর আসে মকর
পৌষ সংক্রান্তি মেলা,
অজয় ঘাটে বিশাল মাঠে
বসেছে সার্কাস খেলা।
সাঁঝের বেলা মকর মেলা
ভেঙে যায় নদীঘাটে,
মধুর সুরে বাউল গেয়ে
মধুর রজনী কাটে।