অজয়ের ঘাটে বনভোজন (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নদীর ঘাটে বনভোজন
আজকে খুশির মেলা,
জুটেছে তাই সকল ছেলে
করছে সবাই খেলা।
সকল ছেলে এসেছে হেথা
কলরবে ভরে ঘাট,
রান্নার তরে কেহবা করে
যোগাড় শুকনো কাঠ।
কেহবা তৈরি করে উনুন
সারি সারি ইঁট দিয়ে,
কেহবা দেখি উনুন ধরায়
দেশলাই কাঠি নিয়ে।
সারাটি দিন খুশিতে কাটে
একসাথে সবে খায়,
খিচুড়ি আর মাছের ঝোল
খেয়ে মন ভরে যায়।
দিনের শেষে সন্ধ্যা বেলায়
সকলেই যায় ঘরে,
শালপাতার থালাগুলি হায়
কাঁদে বসে নদীচরে।