ভাটিয়ালি গান গেয়ে...... চলে মাঝি তরী বেয়ে
অজয় নদীর কবিতামালা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের নদীজলে মাঝি খেয়া বায়,
তরীখানি নিয়ে মাঝি আসে কিনারায়।
মাথায় বোঝাই লয়ে আসে যাত্রীসবে,
নদীঘাট ভরে উঠে জন কলরবে।

ধবল বলাকা এক বসি নদীচরে,
নদীজলে ঠোঁটে করে পুঁটিমাছ ধরে।
নদীকূলে দুইধারে আছে কাশবন,
কাশবনে শোভা হেরি হরষিত মন।

রাঙাশাড়ি পরা বধূ রাঙাপথ ধরে,
নদীহতে জল নিয়ে চলে নিজ ঘরে।
শালিকেরা নদীচরে নিত্য করে খেলা,
সকলেই নীড়ে ফেরে হলে সাঁঝবেলা।

সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে,
রাত কাটে ভোর হয় অমানিশা কাটে।
অজয় নদীর কবি ভাণ্ডারী লক্ষ্মণ,
কবির কবিতা পাঠ করে সুধীজন।