ভাটিয়ালি গান গেয়ে...... চলে মাঝি তরী বেয়ে
অজয় নদীর কবিতামালা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের আকাশেতে সাদা মেঘ ভাসে,
সারি সারি বলাকারা নদীঘাটে আসে।
অজয় নদীর ঘাটে মাঝি খেয়া বায়,
দূরে শালবনে কারা মাদল বাজায়।
নদীধারে মাঠে মাঠে চরে গরুপাল,
বাজায় বাঁশের বাঁশি গাঁয়ের রাখাল।
সবুজ ধানের খেতে আগাছা জন্মায়,
খেতের আগাছা সাফ করে চাষীভাই।
শরতের সোনা রোদ ঝরে নদীকূলে,
দুইকূল ভরে আছে সাদা কাশফুলে।
গাঁয়ের বধূরা সবে রাঙা শাড়ি পরে,
নদী হতে জল নিয়ে চলে নিজ ঘরে।
পূজার সানাই বাজে শুনি পেতে কান,
দূর থেকে ভেসে আসে আগমনী গান।
অজয় নদীর ঘাট সন্ধ্যায় নির্জন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।