ভাটিয়ালি গান গেয়ে...... চলে মাঝি তরী বেয়ে
অজয় নদীর কবিতামালা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর ঘাট ছায়া সুশীতল,
উপনীত হয় তটে যাত্রীদের দল।
মাঝি যবে তরীখানি আনে কিনারায়,
যাত্রীদের কোলাহলে ঘাট ভরে যায়।

শরতের সোনা রোদ ঝরে নদীচরে,
নদী হতে জল নিয়ে বধূ চলে ঘরে।
অজয়ের দুই কূলে কাশ ফুলে ভরা,
নদীচরে খেলা করে বন শালিকেরা।

নদীঘাটে বিপিনের চায়ের দোকান,
বিড়ি সিগারেট বেচে আর বেচে পান।
আর আছে নদীঘাটে কালীর মন্দির,
সকালে বিকালে হয় ভক্তজের ভিড়।

সাঁঝ হলে নদীঘাটে নামে অন্ধকার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তার।