কাঁকনতলার মাঠ ................ সোজা পথ নদীঘাট
অজয় নদীর কবিতামালা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পার হয়ে কত মাঠ কদমখণ্ডীর ঘাট
অজয়ের নদীতট কাছে,
অপরূপ মনোহর অজয় নদীর চর
প্রভাত পাখিরা ডাকে গাছে।
পূবদিকে রবি উঠে পথে গরুগাড়ি ছুটে
কাঁকনতলার মাঠ ছাড়ি,
রাঙাপথ ধরে সোজা গাড়িতে চালের বোঝা
নদীঘাটে থামে গরুগাড়ি।
অজয়ের নদীচরে সোনা ঝরা রোদ ঝরে
নদীতটে চায়ের দোকান,
বিপিনের দোকানেতে বসে সবাই চা খেতে
আর খায় বিড়ি আর পান।
অজয় নদীর চরে শালিকেরা খেলা করে
নীড়ে ফেরে সাঁঝের সময়,
অজয়ের নদীজল বয়ে চলে কল কল
দিবারাত্রি বহিছে অজয়।
লিখিল লক্ষ্মণ কবি অজয়ের নবছবি
লিখে কবি তার কবিতায়,
মধ্যরাত্রে থেকে থেকে শৃগাল উঠিল ডেকে
অজয় তটিনী বয়ে যায়।