কাঁকনতলার মাঠ ................ সোজা পথ নদীঘাট
অজয় নদীর কবিতামালা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গ্রাম সীমানার কাছে অজয় তটিনী আছে
কুলু কুলু বয়ে চলে যায়,
প্রভাত পাখিরা জাগে পূবেতে অরুণরাগে
সোনা রবি কিরণ ছড়ায়।
অজয় নদীর ধারে হাট বসে রবিবারে
নদীঘাট ভরে কোলাহলে,
আসে কত লোকজন হাটে করে আগমন
বেচাকেনা সেরে ঘরে চলে।
ঝাঁটা ঝুড়ি খুন্তি হাতা নতুন বাঁশের ছাতা
বিক্রি হয় চেয়ার টেবিল,
কাঠের পুতুল আর চুড়ি বালা মালা হার
পাথরের নোড়া আর শিল।
বেলা যবে আসে পড়ে অজয়ের নদীচরে
হাট ভাঙে বিকাল বেলায়,
সাঁঝের আঁধার নামে দীপ জ্বলে দূর গ্রামে
তারা ফুটে আকাশের গায়।
রাত কাটে ভোর হয় শীতল বাতাস বয়
অজয় তটিনী বয়ে চলে,
নতুন সকাল হয় লক্ষ্মণ ভাণ্ডারী কয়
কবিতায় কত কথা বলে।