কাঁকনতলার মাঠ ................ সোজা পথ নদীঘাট
অজয় নদীর কবিতামালা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গ্রাম সীমানার কাছে নদীধারে গাছে গাছে
আম জাম ধরেছে কাঁঠাল,
অজয় নদীর পারে রাঙাপথে দুইধারে
খেজুর সুপারি আর তাল।
অজয়ের নদীজল স্নিগ্ধ আর সুশীতল
স্নান করে পাড়ার ছেলেরা,
নদীজলে দেয় বাঁচ লাফায় কাতলা মাছ
মাছ ধরে গাঁয়ের জেলেরা।
কলসীতে জল ভরে বধূ সব চলে ঘরে
স্নান সেরে রাঙাপথ দিয়ে,
হাটুরেরা গ্রাম হতে পায়ে চটি চলে পথে
মাথায় সব্জির বোঝা নিয়ে।
দিবসের অবসানে রবি পশ্চিমের পানে
ডুবে যায় নামে অন্ধকার।
মধ্যরাতে থেকে থেকে শৃগালেরা উঠে ডেকে
পেঁচকেরা করে চিত্কার।
নদী কুলু কুলু বয় রাত্রি কাটে ভোর হয়
প্রভাত পাখিরা গায় গান,
অজয়ের কলতানে সাড়া জাগে কবি প্রাণে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।