কাঁকনতলার মাঠ ................ সোজা পথ নদীঘাট
অজয় নদীর কবিতামালা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের নদীবাঁকে প্রভাত পাখিরা ডাকে
রাত্রিশেষে নতুন প্রভাত,
প্রভাতে উঠিল রবি নব রূপে নব ছবি
হেরি নব অজয়ের ঘাট।
গাছে গাছে পাখিসব করে কত কলরব
সুশীতল সমীরণ বয়,
অজয় নদীর চরে সোনাঝরা রোদ ঝরে
পূর্বদিকে নব সূর্যোদয়।
যাত্রীরা মাথায় বোঝা নদীঘাটে আসে সোজা
কাঁকনতলার মাঠ ছাড়ি,
বাঁকা রাঙাপথ ধরে ক্যাঁচ কোচ শব্দ করে
সারিসারি চলে গরুগাড়ি।
লাল ছাপা শাড়ি পরে আসে রাঙাপথ ধরে
গাঁয়ের বধূরা দলে দলে,
নদীচরে কেহ বসে কেহবা বাসন ঘষে
স্নান করে অজয়ের জলে।
বেলা যবে আসে পড়ে অজয়ের নদীচরে
পশ্চিম দিগন্তে ঢলে রবি,
অজয় নদীর বাঁকে কিচিমিচি পাখি ডাকে
কবিতা লিখিল লক্ষ্মণ কবি।