কাঁকনতলার মাঠ ................ সোজা পথ নদীঘাট
অজয় নদীর কবিতামালা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
নদীঘাট ভরে কোলাহলে,
সুশীতল নদীজল বয়ে চলে কল কল
যাত্রীসব আসে দলে দলে।
রাঙাপথে সারি সারি ধায় দ্রুত গরুগাড়ি
পার হয় ছোট ছোট মাঠ,
দক্ষিণে আম্রকানন দূরে রেখে শালবন
সোজা পথে আসে নদীঘাট।
নদীতটে বটগাছে পাখিদের বাসা আছে
সারাদিন কিচিমিচি করে,
রাঙাবধূ জল নিয়ে আসে রাঙাপথ দিয়ে
জল ভরে বধূ চলে ঘরে।
অজয়ের নদীচরে শালিকেরা খেলা করে
নদীজল কুলু কুলু বয়,
দূরে নদী কিনারায় সোনা রবি অস্ত যায়
চারিদিক অন্ধকার হয়।
শালবনে চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
অজয় নদী ঘাট নির্জন,
অজয় নদীর ধারা ছুটিছে পাগল পারা
লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।