কাঁকনতলার মাঠ ................ সোজা পথ নদীঘাট
অজয় নদীর কবিতামালা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের নদীবাঁকে পিয়ালের বন থাকে
মাঝে মাঝে আছে শালবন,
কাঁকন তলার মাঠ সোজা পথ নদীঘাট
দলে দলে আসে যাত্রীগণ।
অজয় নদীর তট প্রাচীন বিশাল বট
যাত্রীদল বসে ছায়াতলে,
মাথায় বোঝাই লয়ে যাত্রীদল পায়ে পায়ে
পার হয় এক হাঁটুজলে।
অজয় নদীর চরে সোনাঝরা রোদ ঝরে
কিনারায় চপের দোকান,
পাশে তার হরিহর রেখেছে গুমটি ঘর
বেচে বিড়ি সিগারেট পান।
বেলা যবে আসে পড়ে আসে রাঙাপথ ধরে
বধূসব নিতে আসে জল,
লাল রবি অস্ত যায় ক্রমে আঁধার ঘনায়
পাখিসব করে কোলাহল।
অজয়ের নদীঘাটে চাঁদ উঠে মাঝরাতে
অজয় আপন বেগে বয়,
কহে কবি শ্রীলক্ষ্মণ ছন্দে ছন্দে অনুপম
রজনী শেষে সকাল হয়।