অজয় নদীর ঘাটে…… অবশেষে বেলা কাটে
অজয় নদীর কাব্যমালা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ছাড়িয়া পূবের মাঠ অজয় নদীর ঘাট
সারি সারি থামে গরুগাড়ি,
গরুগাড়ি এসে থামে যাত্রীরা সবাই নামে
নদীঘাটে মেঠোপথ ছাড়ি।

অজয়ের নদীচরে একতারা হাতে ধরে
বাউলেরা সুরে গায় গান,
নদীধারে মাঠে মাঠে চাষীসব ধান কাটে
মাঠ ভরা আছে সোনাধান।

রাঙাবধূ শাড়ি পরে জল নিয়ে যায় ঘরে
নদীতটে শালিকের মেলা,
বসিয়া নদীর চরে সাদা বক মাছ ধরে
নদীঘাটে কাটে সারাবেলা।

সাঁঝের আঁধার নামে দীপ জ্বলে দূরে গ্রামে
শঙ্খের ঝঙ্কার শোনা যায়,
লিখিল লক্ষ্মণ কবি অজয় ঘাটের ছবি
লিখে কবি ছড়া কবিতায়।