অজয় নদীর ঘাটে .............অবশেষে বেলা কাটে
অজয় নদীর কাব্যমালা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নদীর ঘাটের কাছে পুরানো বটের গাছে
পাখিসব কিচিমিচি করে,
অজয় নদীর জল বয়ে চলে কলকল
সোনা রোদ ঝরে নদীচরে।
অজয় তটিনী বয় কুলু কুলু শব্দ হয়
সমীরণ বহে সুশীতল,
কল কল ছল ছল বয়ে চলে অবিরল
অবিরাম অজয়ের জল।
চাষী সব মাঠে মাঠে সারাদিন ধান কাটে
সাঁঝ হলে ফিরে আসে বাড়ি,
সরু মেঠোপথ দিয়ে ধানের বোঝাই নিয়ে
মন্থর চলে গরুর গাড়ি।
মাথায় বোঝাই নিয়ে আসে রাঙাপথ দিয়ে
যাত্রীদল পার হয়ে যায়,
অজয় নদীর কবি লিখিল নতুন ছবি
লক্ষ্মণ লিখিল কবিতায়।