অজয় নদীর ঘাটে .............অবশেষে বেলা কাটে
অজয় নদীর কাব্যমালা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
মোর গ্রাম সীমানায় অজয় বহিয়া যায়
অজয় নদীর ঘাট কাছে,
অজয় নদীর তটে প্রাচীন বিশাল বটে
পাখিসব বাসা বেঁধে আছে।
ছুটে গরুগাড়িগুলো পথে উড়ে রাঙাধূলো
পার হয়ে আসে কত মাঠ,
পার হয়ে তালবন, খেজুর পলাশবন
আসে সোজা অজয়ের ঘাট।
হাট বসে রবিবারে অজয় নদীর পারে
হাটুরেরা দোকান সাজায়,
সারাদিন বেচাকেনা ক্রেতাদের আনাগোনা
কোলাহলে ঘাট ভরে যায়।
বেলাশেষে ভাঙে হাট নির্জন নদীর ঘাট
ঘাটে নামে সাঁঝের আঁধার,
অস্তাচলে যায় রবি লিখিল লক্ষ্মণ কবি
লিখে কবি কবিতায় তার।