অজয় নদীর ঘাটে .............অবশেষে বেলা কাটে
অজয় নদীর কাব্যমালা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

নদীঘাটে সারি সারি এসে থামে গরুগাড়ি
যাত্রীদল নদী পার হয়,
যাত্রী আসে দলে দলে ঘাট ভরে কোলাহলে
সুশীতল সমীরণ বয়।

নদীর ঘাটের কাছে চায়ের দোকান আছে
সাইকেলে মালপত্র আনে,
আলুর চপ ঘুগনি সিঙাড়া আর বেগুনি
ভজহরি বসেছে দোকানে।

অজয়ের নদীচরে শালিকেরা খেলা করে
কিচিমিচি করে অবিরল,
সোনাঝরা রোদ ঝরে অজয় নদীর চরে
চরে বসে বলাকার দল।

আসে রাঙাপথ দিয়ে কাঁখেতে কলসী নিয়ে
রাঙাবধূ জল নিয়ে যায়,
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কাব্যের নব কাণ্ডারী
লিখে কবি তার কবিতায়।