অজয় নদীর ঘাটে .............অবশেষে বেলা কাটে
অজয় নদীর কাব্যমালা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতল সমীর বয় নতুন সকাল হয়
অজয় নদীর ঘাটে ঘাটে,
অজয় নদীর পারে ধানমাঠ দুইধারে
চাষীসব মাঠে ধান কাটে।
অজয় নদীর চরে সোনাঝরা রোদ ঝরে
যাত্রীদল হয়ে যায় পার,
অজয়ের নদীজল বয়ে চলে অবিরল
সরুবালি চরে দুইধার।
গাঁয়ের বধূরা সব করে কত কলরব
সকলেই রাঙাশাড়ি পরা,
অজয়ের ঘাট থেকে বধূরা কলসী কাঁখে
জল নিয়ে ঘরে যায় ত্বরা।
নদীঘাটে পড়ে বেলা সাঙ্গ দিবসের খেলা
অস্তাচলে ঢলে সোনারবি,
অজয়ের দুইধার নামে সাঁঝের আঁধার
কাব্য লিখিল লক্ষ্মণ কবি।