অজয় নদীর ঘাটে .............অবশেষে বেলা কাটে
অজয় নদীর কাব্যমালা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর তীর বহিছে স্নিগ্ধ সমীর
প্রভাত পাখিরা গায় গাছে,
রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে
অজয়ের নদীঘাট কাছে।
অজয় নদীর বাঁকে শালিকেরা ঝাঁকে ঝাঁকে
নদীচরে রোজ করে খেলা,
বধূ রাঙাশাড়ি পরে জল নিয়ে যায় ঘরে
সকালে বিকালে দুইবেলা।
নদীধারে মাঠে মাঠে চাষীসব ধান কাটে
ডিঙি চড়ে নিয়ে যায় ধান,
অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
দিবসের হয় অবসান।
সাঁঝের আধার নামে দীপ জ্বলে দূরে গ্রামে
নদীর ঘাট হয় নির্জন,
অজয় নদীর ছবি কবিতায় লিখে কবি
অজয়ের কবি শ্রীলক্ষ্মণ।