অজয় নদীর ঘাটে .............অবশেষে বেলা কাটে
অজয় নদীর কাব্যমালা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর ঘাট রবিবারে বসে হাট
নদীঘাটে জন কোলাহল,
মাথায় বোঝাই নিয়ে মেঠো আলপথ দিয়ে
আসে হাটে হাটুরের দল।
বোঝাই গরুর গাড়ি কলসী মাটির হাঁড়ি
কুমোরেরা দোকান সাজায়,
আলু কুমড়ো বেগুন টাটকা তাজা কিনুন
দাম শুনে মাথা ঘুরে যায়।
সারাদিন বেচাকেনা ক্রেতাদের আনাগোনা
বিক্রেতারা চিত্কার করে,
অজয় নদীর পারে হাট বসে রবিবারে
কোলাহলে ঘাট যায় ভরে।
ক্রেতাগণ করে ক্রয় বিক্রেতা করে বিক্রয়
বেলা হলে হাট ভেঙে যায়,
লিখিল লক্ষ্মণ কবি গাঁয়ের হাটের ছবি
লিখে কবি তার কবিতায়।