অজয় নদীর ঘাটে .............অবশেষে বেলা কাটে
অজয় নদীর কাব্যমালা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় তটিনী বয় নতুন সকাল হয়
পূবদিকে উঠে সোনা রবি,
শীতের কুয়াশা দেখে রবির কিরণ মেখে
মনে হয় যেন জল ছবি।
নদীতীর সুশীতল বয়ে চলে নদীজল
যাত্রীদল নদী পার হয়,
রাঙা চেলি শাড়ি পরে আসে রাঙা পথ ধরে
রাঙাবধূ স্নানের সময়।
অজয় নদীর পারে ধান মাঠ দুইধারে
মাঠে মাঠে চাষী কাটে ধান,
অজয় নদীর চরে বাউলেরা গান করে
শোনা যায় বাউলের গান।
নদীঘাটে পড়ে বেলা সাঙ্গ দিবসের খেলা
পশ্চিম দিগন্তে ঢলে রবি।
দিবস শর্বরী হয় অজয় তটিনী বয়
লিখে লক্ষ্মণ ভাণ্ডারী কবি।
।